সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
সিলেট নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্ট থেকে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ৪ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু ও ১টি সিএনজি রেজি: নং-সিলেট থ-১১-৫১৮৭ জব্দ করা হয়।
শনিবার (৬ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে কামরান আহমদ সজল (২১)। বর্তমান সে সিলেট শিবগঞ্জ এলাকার বাসিন্দা। শিবগঞ্জের রমজান মিয়ার ছেলে মো. ইমরান আহমদ ইমন (২২), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সিরাজ আহমদের ছেলে মো. জাকির মিয়া (২১)। বর্তমান সে সিলেটের শাহপরান থানাধীন বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা। টিলাগড় এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. জুনেদ আহমদ (২৩)।
পুলিশ জানায়, ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। উক্ত ছিনতাইয়ের ঘটনার শিকার তারেক আহমদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে। আটককৃত কামরান আহমদ সজল শাহপরাণ (র.) থানার ৬টি মামলার অভিযুক্ত আসামি, ইমরান আহমদ ইমন শাহপরাণ (র.) থানার ৩টি মামলার অভিযুক্ত আসামি, মো. জাকির মিয়া কোতয়ালী মডেল থানার ১টি ও শাহপরান (র.) থানার ১টি মামলার অভিযুক্ত আসামি, মো. জুনেদ আহমদ শাহপরাণ (র.) থানার ২টি মামলার অভিযুক্ত আসামি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd