জগন্নাথপুরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু!

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

জগন্নাথপুরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু!

জগন্নাথপুরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে সুমি বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া অলইতলি গ্রামের ফয়জুল ইসলামের স্ত্রী।

সুমির আত্মীয়-স্বজনরা জানান- বৃহস্পতিবার স্থানীয় ফেচির বাজারের নিধির নামে এক হাতুড়ে ডাক্তার ২ মাসের গর্ভবতী সুমিকে ওষুধ দেন। এরপর রাত থেকে সুমি বেগমের রক্তপাত শুরু হয়। অবস্থা বেশি খারাপ হলে আজ শুক্রবার দুপুর ১২ টায় তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. তারিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন- অতিরিক্ত রক্তপাত হওয়ায় ও রাস্তায় ওই মহিলার মৃত্যু হয়েছে।

সুমি বেগমের স্বামী ফয়জুল ইসলাম বলেন- আমার স্ত্রী সুমি বেগম ২ মাসের গর্ভবতী ছিল। ফেচী বাজারে পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে রাতে খাওয়ানোর পর থেকে রক্তপাত শুরু হয়। দুপুরে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে জানান। ফয়জুল ইসলাম ওই পল্লী চিকিৎসকের শাস্তি দাবি করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..