বিশ্বনাথে নুর ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

বিশ্বনাথে নুর ডাকাত গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এক ডাকাত সরদারকে ধরতে গিয়ে আবারও এক পুলিশ অফিসার আহত হয়েছেন। ওই পুলিশ অফিসার বিশ্বনাথ থানার এএসআই নুর উদ্দিন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লামাকাজী ইউনিয়নরে দূর্লভপুর গ্রামের আব্দুল লতিবের পুত্র ডাকাত সরদার নুর ইসলাম (৩৫) কে ধরতে গিয়ে দস্তাদস্তির সময় এএসআই নুর উদ্দিন আহত হন। ডাকাত সরদার নুর ইসলাম বিশ্বনাথ থানায় ২নং ডাকাতি মামলার ১০বছরের পলাতক আসামি। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধার, ডাকাতি, ও ডাকাতির প্রস্তুতি’সহ আরও পাঁচটি মামলা রয়েছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নির্দেশে ওই ডাকাতকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান করেন এসআই লিটন রায়, এসআই আফতাব উজ্জামান রিগ্যান, এএসআই দ্বপন সূত্রধর, এএসআই বিমল দাস, আহত এএসআই নুর উদ্দিন’সহ একদল পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একখানা দা উদ্ধার করা হয়। এর পূর্বে ২৬জুন দিবাগত রাতে ডাকাতদের সাথে গোলাগুলির সময় ৫জন পুলিশ আহত হন। ওই মামলায়ও গ্রেফতারকৃত ডাকাত নুর ইসলাম আসামি রয়েছে বলে পুলিশ জানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..