জগন্নাথপুরে দন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

জগন্নাথপুরে দন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত ছুরত খানের ছেলে ব্যবসায়ী ওয়াহিদ খান, উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত মজর আলীর ছেলে আবদুল আলিম ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের আবদুল হাদিছের ছেলে শিপু মিয়া।

থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান, এএসআই মুক্তার হোসেন ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযানে চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেন।

এরমধ্যে ওয়াহিদ খান ২ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী, শিপু মিয়া শিশু গুপ্তহত্যা মামলার আসামী ও আবদুল আলিম অন্য মামলার পলাতক আসামী। আসামীদের ৪ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..