সিলেটের বাজারগুলোতে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে রাক্ষুসে পিরানহা!

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

সিলেটের বাজারগুলোতে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে রাক্ষুসে পিরানহা!

হাঙরের মতো দাঁতবিশিষ্ট দক্ষিণ আমেরিকার আক্রমণাত্মক এ রাক্ষুসে মাছ অবাধে বিক্রি হচ্ছে সিলেট নগরীর বন্দরবাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। অসাধু কিছু মাছ ব্যবসায়ী ক্রেতাদের ধোঁকা দিয়ে রূপচাঁদা মাছের নাম করে এসব মাছ বিক্রি করছে। সম্প্রতি সিলেটের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

মাছ বিক্রেতা আব্দুল হালিম নামে জানান, “সিলেট নগরীতে জেলা পরিষদের সামনে মাছ ব্যাপারীরা পিরানহা মাছ এনে বিক্রি করেন। এক মাছ ব্যাবসায়ীর সাথে আলাপকালে তিনি ক্রাইম সিলেটকে বলেন পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ, বিষয়টি জানা নেই জানিয়ে তিনি বলেন, ‘“আমি মূর্খ মানুষ, এসব জানি না। মাছ হিসেবে জাইনা বিক্রি করি। আপনে কইলেন নিষিদ্ধ, আর কোনও দিন বিক্রি করুম না।”

সম্প্রতি সিলেট নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাতে অবৈধ মাছবাজারে এই মাছ বিক্রিকালে মেয়র আরিফুল হক অভিযান দিয়ে আটক করে ওই মাছগুলো জালিয়ে দেন। এরপর কয়েকদিন বাজারে ওই দেখা না গেলও বর্তমানে বাজারে দেখা যাচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার আমাজন এলাকার রাক্ষুসে মাছ পিরানহা। হাঙ্গরের ন্যায় দাঁত বিশিষ্ট অত্যন্ত আক্রমণাত্মক এ মাছ জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানুষকেও আক্রমণ করতে পারে। এর দলবদ্ধ আক্রমণ মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম।

এই নিষিদ্ধ পিরানহা মাছ বাজারে বিক্রি বন্ধের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..