সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
জকিগঞ্জ থানায় যোগাদানের প্রায় আড়াই বছর পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদারের বদলীর আদেশ হয়েছে।
১ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে রংপুর রেঞ্জে বদলী করা হয়। তবে তিনি ঢাকা রেঞ্জে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। ওসি হাবিবুর রহমান হাওলাদার ২০১৬ সালের ২৯ নভেম্বর জকিগঞ্জ থানায় যোগদান করেন।
অফিসার ইনচার্জ হিসেবে জকিগঞ্জ থানায় যোগদানের পরে জকিগঞ্জ থানা কমপ্লেক্সের সৌন্দর্যবর্ধন, সিলেট বিভাগের প্রথম প্রবাসী হেল্প ডেস্ক নির্মাণ, ব্যাডমিন্টন মাঠ, জকিগঞ্জ বাজারে সিসি ক্যামেরা স্থাপন, জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার কাজে জকিগঞ্জবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।
অন্যদিকে রাত বারোটায় বাধ্যতামূলক দোকানপাট বন্ধ করতে মারধোর ও চাপ সৃষ্টি করায় ব্যবসায়ীরা অনেকটা ক্ষুব্ধ ছিলেন। জকিগঞ্জ বাজারে সিসি ক্যামেরা লাগানোর জন্য ওসির চাপে প্রায় তিন লক্ষ টাকা দিয়েছেন ব্যবসায়ী ও সুধীজন। কিন্তু প্রেসক্লাব ভবনসহ বেশ কয়েকটি চুরির ঘটনার একটিও সিসি ক্যামেরায় ধরা না পড়ায় সিসি ক্যামেরার উদ্যোগটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd