আমি বৈষম্যের শিকার: ভাইস চেয়ারম্যান লিমা

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯

আমি বৈষম্যের শিকার: ভাইস চেয়ারম্যান লিমা

বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত মহিলা) রোকসানা বেগম লিমা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন গত পরিষদে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। উপজেলার উন্নয়ন কাজে তাকে অংশগ্রহণ করতে না দিয়ে গত পরিষদের দায়িত্বকালীন সময়ে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন। এমনকি গত অর্থবছরের এডিপির বরাদ্ধে থাকা উন্নয়ন কাজে তাকে সম্পৃক্ত করা হয়নি।

রবিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা বলেন, এডিপির উন্নয়ন বরাদ্ধ থেকে উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ৬০টি বাইসাইকেল বিতরণ করা হয়। অথচ আমি নারী ফোরামের সভাপতি হওয়া সত্ত্বেও আমাকে অবহিত করা হয়নি। বিতরণের দিন সকালে উপজেলা সহকারি শিক্ষাকর্মকর্তা মাছুম আহমদ বিতরণ অনুষ্ঠানে থাকার জন্য মোবাইলে ফোনে আমাকে বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণ আমাকে তাদের প্রতিনিধি করে এখানে পাঠিয়েছে। অথচ আমি তাদের জন্য কিছুই করতে পারিনী। আমাকে কোন কাজ করার সুযোগ দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সহসভাপতি সজীব ভট্টাচার্য, বিয়ানীবাজার জার্নািলিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাব সম্পাদক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার জার্নািলিস্ট এসোসিয়েশনের সহসভাপতি মুকিত মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার জার্নািলিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন, দৈনিক কালের কণ্ঠের বিয়ানীবাজার প্রতিনিধি সিপার আহমদ পলাশ, সাংবাদিক জসিম উদ্দিন, তোফায়েল আহমদ, আবু তাহের রাজু, রোহেল আহমদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..