সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন বলেছেন, যুবলীগ হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যুবলীগ কর্মীদেরকে অব্যাহত প্রয়াস চালিয়ে যেতে হবে। যুবলীগে কোন্দল সৃষ্টিকারীদের স্থান নেই। পরীক্ষিত নেতাকর্মীরাই দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার মধ্য দিয়ে নিজেদের উপযুক্ত স্থান করে নিতে পারেন। তিনি বলেন, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যুবলীগকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই ধারাবাহিকতা রক্ষা করে তাঁর নির্দেশে রাজনীতিতে একটি সুশৃঙ্খল যুব সংগঠন উপহার দেওয়ার মধ্য দিয়ে উন্নয়ন এবং আস্থার রাজনীতি তৈরি করে নিতে হবে।
তিনি রোববার জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক।
তিনি আরো বলেন, যুবলীগকে সিলেটে আরো শক্তিশালী করে তুলতে হবে। এজন্য জেলা এবং মহানগরসহ প্রতিটি ইউনিটে এই সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রশমনের মধ্য দিয়ে ত্যাগী কর্মীরা সংগঠনের স্থান করে নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, মনে রাখতে হবে যুবলীগ স্বচ্ছ ধারার রাজনীতিতে বিশ্বাসী। এই ধারার বিপরীতে অবস্থানকারীরা যুবলীগে আসার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ বক্তার বক্তব্যে ফজলুল হক আতিক বলেন,যুবলীগ একটি সুশৃঙ্খল যুব সংগঠন, যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে যুবলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। সিলেট জেলা ও মহানগর যুবলীগকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে যুবলীগের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে আসছি। আশা করি আপনাদের সকলের সহযোগীতায় একটি সুন্দর সফল সম্মেলন উপহার দিতে পারবো।
বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মো: আনা মিয়া,বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিক আহমদ,জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ,গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান,বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ,কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনাম আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, ঘোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, জেলা যুবলীগের মদস্য বাবলু আহমদ,শেখ আজাদ,মকসুদ আহমদ,আব্দুল হেকীম শামীম,সম্পাদক মন্ডলীর সদস্য এসএম শাইস্তা তালুকদার, এড.আব্দুল মতিন,এড.জাহিদ সারওয়ার সবুজ,এড.জুয়েল আহমদ,নজরুল ইসলাম,দবির আলী।
এছাড়াও উপস্তিত ছিলেন, জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন,এড আফসর আহমদ,শামীম আহমদ,জাহাঙ্গীর আলম, এড.আলমগীর প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd