সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো রোডের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য স্থানে একটি ছোট পুরনো ব্রিজ রয়েছে।
জানাগেছে, গত কয়েক দিন ধরে এ ব্রিজের মধ্য স্থান ভেঙে গর্ত হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ৩০ জুন রোববার সরজমিনে দেখা যায়, ব্রিজের গর্ত স্থানের কারণে যানবাহন সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এছাড়া এ রাস্তাটিও ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে।
এতে যে কোন সময় দুর্ঘটনায় আশঙ্কা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাই দ্রæত ব্রিজের গর্ত স্থান সহ রাস্তার কাজ করতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভূক্তভোগী জনতা। এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক বলেন, কিছু দিনের মধ্যে এ ব্রিজ সহ রাস্তায় কাজ শুরু হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd