গোয়াইনঘাটে সপ্তাহ ধরে কাঠ মিস্ত্রি নিখোঁজ, মুক্তিপণ দাবি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

গোয়াইনঘাটে সপ্তাহ ধরে কাঠ মিস্ত্রি নিখোঁজ, মুক্তিপণ দাবি

সিলেটের গোয়াইনঘাটে এক সপ্তাহ ধরে আবু বক্কর (৫০) নামের এক কাঠ মিস্ত্রি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার তিতকুল্লি হাওর গ্রামের বাছেদ আলী মুন্সির ছেলে। এ ব্যাপারে গত বুধবার আবুবকরের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-১০৪৯। এদিকে নিখোঁজ আবুবক্করের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর পরিবার।

পারিবারিক ও থানায় জিডি সূত্রে জানা যায়, গত ২৩ জুন রোববার বিকেলে আবু বক্কর তার পার্শ্ববর্তী এলাকায় সীমার বাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এদিন রাত থেকেই তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে এবং আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে এর পরদিন সোমবার থেকেই আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ছেলের মোবাইলে বিভিন্ন সময়ে টাকা দাবী করে একাধিক এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএস এর মাধ্যমে জানানো হয় আবু বক্করকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর মুক্তিপণের টাকা না দিলে তাকে মেরে তার লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। এ ভাবেই তার ছেলের মোবাইলে এসএমএস পাঠিয়ে অব্যাহত ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, আবু বক্কর নামের এক ব্যক্তি নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তি পরিবারের সাথে অভিমান করে নিজে থেকেই আত্মগোপনে রয়েছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে এ বিষয়ে আপাতত কিছুই বলা যাচ্ছেনা। তবে নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..