বিশ্বনাথে পুলিশ-ডাকাতদলের গোলাগুলির ঘটনায় দুটি মামলা

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

বিশ্বনাথে পুলিশ-ডাকাতদলের গোলাগুলির ঘটনায় দুটি মামলা
বিশ্বনাথে পুলিশ-ডাকাতদলের পাল্টা-পাল্টি গোলাগুলির ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় ডাকাতির চেষ্ঠা ও অস্ত্র আইনে পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা করে। গতকাল বুধবার রাতে বিশ্বনাথ থানার এসআই লিটন রায় বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে ডাকাতির চেষ্ঠা ও আটককৃত ডাকাত আকলু মিয়াকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। আটককৃত ডাকাত উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলা নং-২২.২৩ (তাং-২৬.০৬.১৯ইং)।
মামলা দুটি দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বনাথে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামের ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আকুল মিয়া (২৮) নামের এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এতে বিশ্বনাথ থানার পাঁচ পুলিশ সদস্য আহত হন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..