সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা আইসিটি আইনের একটি মামলায় কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি, শুভকে কেউ সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি সবসময় পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াত।
ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শুভসহ অপরাপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেন।
পুলিশ জানায়, সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd