সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ ফেরিঘাট এলাকায় কুশিয়ারা নদীপাড়ে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলীর ছেলে শাহনুর আলী সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেন বলে স্থানীয়রা জানান। ২৫ জুন মঙ্গলবার সরজমিনে দেখা যায়, একটি দোকানের পিছনে আধাপকা টিনসেডের ঘর নির্মাণের কাজ চলছে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, আমাদের সরকারি জায়গায় ঘর নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। এরপরও যদি কেউ এখানে ঘর নির্মাণের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানতে চাইলে অভিযুক্ত শাহনুর আলী বলেন, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। তবে কর্তৃপক্ষ ও আমাদের কাগজ পত্রের বিষয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd