সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
২০ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে ফের সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। এর ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৪ জুন) রাত সাতটার দিকে যোগাযোগ চালু হয়। এ তথ্য নিশ্চিত করেন বরমচাল স্টেশনের মাস্টার রোমান আহমদ।
এর আগে গতকাল রোববার রাতে ১১টার দিকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় সেতু ভেঙ্গে উপবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি নদীতে ছিটকে পড়েছে। এরপর থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সকালে আখাউড়া থেকে আসা দুইটি রিলিফ ট্রেনের সাহায্য রেলের বগি উদ্ধার ও লাইন স্বাভাবিক রাখতে কাজ শুরু করে রেল বিভাগ। সন্ধ্যা সাতটা নাগাদ শেষ হয় তাদের লাইন স্বাভাবিককরার কাজ। এর ফলে টানা ২০ ঘণ্টা বন্ধ থাকার পরে ফের সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়।
উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল রোববার রাতে সেতু ভেঙ্গে উপবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি খালে ছিটকে পড়ে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd