জগন্নাথপুরের রৌয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের নিন্দা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

জগন্নাথপুরের রৌয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের নিন্দা

জগন্নাথপুরে রৌয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন , মানব বন্ধনে ছাত্র/ ছাত্রী অভিবাবকসহ এলাকাবাসী নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে । এলাকার শান্তি প্রিয় ছাত্র/ছাত্রী অভিবাকদের মন অশান্ত করে তুলেছে। বাড়ি-বাড়ি স্কুল বাজার চায়ের দোকানে চলছে এর নিন্দার ঝড়। বেশীর ভাগ ছাত্র/ছাত্রীর অভিবাবকগন প্রধান শিক্ষককে সহজ সরল আক্ষাদিয়ে তিনির যোগদানের পর থেকে স্কুলের উন্নতি, অগ্রগতিসহ ছাত্র-ছাত্রীর লেখা পড়ার মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূয়োষি প্রশংসা করেন । তথ্য অনুসন্ধানে জানাযায় গত ১৩ জুন বৃহস্পতিবার জগন্নাথপুর তালুকদার রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলন ও ১৬জুন রবিবার মানব বন্ধনের বিরুদ্ধে তীব্র- নিন্দা ও প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন ছাত্র/ছাত্রী অভিবাবক ও এলাকাবাসী । তারা আরো বলেন এলাকারএকটি স¦ার্থনেষি মহল তাদের নিজ স্বার্থ হাসিল করতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এলাকাবাসী এই প্রতিষ্ঠানের কোন রকম ক্ষতি মেনে নেওয়া হবেনা বলে জানান । সংঘবদ্ধ চক্র প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এলাকাবাসী এর দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত । সাংবাদিক সম্মেলন ও মানব বন্ধনের ব্যাপারে রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম উদ্দিন ফকির জানান রৌয়াল উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের উন্নতি ছাত্র/ ছাত্রীর পাঠদানে গুরুত্ব, ভাল রেজাল্টসহ স্কুলের উন্নয়ন ও উন্নতিই আমার মূল লক্ষ । একটি সংঘবদ্ধ চক্র বিদ্যালয়ের সুনাম নষ্টসহ, ২০১৫,সালে বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা ও বিদ্যালয়ের পুকুর বিক্রির ৩৯ হাজার টাকা আত্নাসাৎ করেছে নাজমুল মেম্বার । বিদ্যালয়ের স্বার্থে টাকা উদ্ধারের জন্য নোটিশ (শোকজ) হওয়ায় টাকা আত্মসাৎকারী নামজুল মেম্বার অন্যদের ভূল বুঝিয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও মানব বন্ধন করেছে। তিনি আরো বলেন ম্যানিজিং কমিটির নির্বাচন স্থগিত করার এক্ষতিয়ার আমার আছে কি?আর জাল স্বাক্ষর দিয়ে দরখাস্থ করার কথা বলা হয়েছে তা হাস্যকর ছাড়া আর কিছু না। তাছাড়া কম্পিউটার অপারেটর নিয়োগে ঘুষ বানিজ্য এটা ও কাল্পনিক। নিযোগ দেওয়ার ক্ষমতা আমার নেই নিয়োগ বোর্ড কম্পিউটার অপারেটরকে বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। তিনি বলেন টাকা আত্মসাৎ এর বিষয়ে জানতে চাইলে নাজমুল মেম্বার বলেন মাঠ ভরাঠের কথা ঠিক আছে এখন মাঠে কাজ চলছে, কিন্তু পুকুরের বিষয়ে আমি জানিনা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..