গোয়াইনঘাটের ইজি বাইক উল্টে চার ছাত্রী গুরুতর আহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

গোয়াইনঘাটের ইজি বাইক উল্টে চার ছাত্রী গুরুতর আহত

গোয়াইনঘাট উপজেলার ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে গিয়ে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী আহত হয়েছে। রবিবার দুপুর দেড়টায় জাফলংয়ের রাধানগর সড়কের ভিত্রিখেল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হল- বাউর ভাগের আবদুল মজিদের মেয়ে তামান্না আক্তার (৯ম), আফসানা আক্তার (৯ম), একই গ্রামের তানিয়া আক্তার (১০ম), সুমাইয়া আক্তার (৯ম)।

জানা যায়, রবিবার বেলা দেড়টার দিকে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে বিদ্যালয় ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে গিয়ে চার ছাত্রী আহত হয়েছেন।

আহতদেরকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুমাইয়া আক্তার ছাড়া অন্য ছাত্রীদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..