সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এ.এস.আই মনজুরের সহযোগিতায় হারিয়ে যাওয়া দুই শিশু সন্তানকে ফিরে পেলো তাদের পরিবার। শিশু দুটি হলো- মিলন আকতার (১৩) ও গুলবাহার (১২)। এরমধ্যে মিলন আকতার হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের বয়াত আলীর মেয়ে ও গুলবাহার একই গ্রামের মস্তাক আহমদের মেয়ে।
এ.এস.আই মনজুর জানান- গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে শিশু মেয়ে দুটিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একা হাঁটতে দেখে তিনি তাদের সাথে কথা বলেন। এসময় তিনি জানতে পারেন যে তারা পথ হারিয়ে ট্রেনে করে শায়েস্তাগঞ্জ থেকে সিলেট চলে এসেছে। তারা তাদের বাড়ি লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে বলে জানায়। এরপর তিনি শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ ভিকটিম সেন্টারে রাখেন।
এদিকে শিশু দুটির কথামতো বাড়ি লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে তাদের পরিবারে খবর দেয় পুলিশ। খবর পেয়ে শনিবার দুপুরে শিশু দুটির অভিভাবক সিলেট আসলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd