ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিককে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিককে ধর্ষণের অভিযোগ

ই ডেন ক্যারোল (৭৫) নামের এক মার্কিন নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ উঠেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে এই অভিযোগকে ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদে বলা হয়, ট্রাম্প ও ক্যারোলের দেখা হয় ২৩ বছর আগে। ঘটনার দিন পরিচয় বিনিময়ের পর ট্রাম্প ক্যারোলকে বলেন, তার মডেলিংয়ের কথা ভাবা উচিত। পরে তাদের দু’জনের আলাপাচারিতার এক পর্যায়ে ড্রেসিং রুমে জোরপূর্বক ক্যারোলকে ধর্ষণ করেন ট্রাম্প।

তবে বিষয়টি অস্বীকার করে ট্রাম্প দাবি করেছেন, বই বিক্রি বাড়াতে এমন ‘গল্প’ সাজিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে অন্তত ১৫ জন নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন। তবে সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন তিনি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..