সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
তার নাম, ফরিদ আহম্মদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দারকুল গ্রামের মছদ্দর আলী। জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল বাজারের তৌফিক ফুড এন্ড ফ্যাক্টরীর সামনের রাস্তা থেকে ৩৯৫ পিছ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd