সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমায় ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাত সাড়ে ১০টায় কদমতলীর শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজেদ আহমদ (২২) সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর আইয়র গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আসামি এবং আলামতসহ এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, মাজেদ মিয়া দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd