এবার ‘ডপকি’ শারমীনের বিরুদ্ধে সিলেটে স্মারকলিপি

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

এবার ‘ডপকি’ শারমীনের বিরুদ্ধে সিলেটে স্মারকলিপি

Manual3 Ad Code

বাউল শিল্পী শারমীন ওরফে ‘ডপকি’ শারমীনের বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন। বুধবার সকালে ফেডারেশনের চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হুসেন ভান্ডারি এ স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ডপকি’ শারমীন সিলেটের বিভিন্ন মাজার, উরস ও স্টেজ প্রোগ্রামে গানের নামে দেওয়ানবাগীর বিতর্কিত মতবাদ প্রচার করে যাচ্ছেন। এতে সিলেটের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এনিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটারও আশঙ্কা দেখা দিয়েছে।

স্মারকলিপিতে ‘ডপকি’ শারমীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..