সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
সিলেটে প্রাইভেট কার থেকে নামিয়ে দুই ভাইকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহতাবস্থায় দুই ভাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (১৮জুন) রাত ৯টার দিকে নগরীর শিবগঞ্জ লামাপাড়া রাস্তার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিলেট পৌরসভার সাবেক কমিশনার কামাল আহমদের ছেলে রাকিব আহমদ জিয়ান ও আকিব জাহিন।
আহতরা জানান, রাতে তারা খাদিমনগর থেকে প্রাইভেট কারে আসছিলে। শিবগঞ্জ লামাপাড়া রাস্তার মুখে আসার পর একটি সিএনজি অটোরিকশা তাদের গাড়ির গতিরোধ করে। পরে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম জানান, প্রাইভেট কার থেকে জোরে হর্ণ বাজানোর জের ধরে সিএনজি অটোরিকশা থেকে কয়েকজন যুবক দুই ভাইয়ের উপর হামলা করেছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd