সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় ও ওয়াক ফর লাইফের সহায়তায় এ র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. কামরুল আলম, ডা. শ্যমল, ডা: অমিত ও অন্যান্য ডাক্তার বৃন্দ।
এছাড়া সিলেট এলিগেন্স ক্লাবের রোটারিয়ান পি পি আলপনা, রোটারিয়ান শাকুর, রাগিব রাবেয়া প্রতিবন্ধি ইন্সিটিউটের প্রিন্সিপাল পপি ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সিলেটের ওয়াক ফর লাইফের ইনচার্জ ফিজিও চিকিৎসক মারুফ আহমদ চৌধুরী, কাউন্সিলর এনামুল ও ক্লাবফুট মুক্ত শিশুদের পিতামাতা, অভিভাবক, হাসপাতালের কর্মকর্তারা র্যালিতে অংশ নেন।
২০১০ সালের জুন মাস হতে অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগীতায় দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত” ওয়াক ফর লাইফ ” জন্মগত পা বাঁকা শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
এ কার্যক্রম দ্বারা এ পর্যন্ত ১০৫৩ টি শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd