দেড় বছর পর দেশে ফিরলেন ৬ নারী

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

দেড় বছর পর দেশে ফিরলেন ৬ নারী

Manual2 Ad Code

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে আটকের পর দুই নারী ও চার তরুণীকে স্বদেশ প্রত্যাবর্তন আইনের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual8 Ad Code

সোমবার বিকেলে ভারতীয় বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করেন।

Manual3 Ad Code

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বাকি বিল্লাহ বলেন, ভালো কাজের আশায় ভারতের কলকাতায় গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তারা। এরপর আদালতের মাধ্যমে ‘সংলাপ’ ও ‘লিলুয়া’ নামের দুটি শেল্টার হোমের হেফাজতে তাদের রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর স্বদেশ প্রত্যাবর্তন আইনের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় বিএসএফ, সংলাপ ও লিলুয়া হোমের প্রতিনিধি, যশোর মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি, ইমিগ্রেশন পুলিশ ও ফেরত আসা নারীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পোর্ট থানা পুলিশ ফেরত আসা নারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করেছেন।

যশোর মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন বলেন, ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..