নগরীর উপশহরে ‘অবৈধ’ মাছ বাজার উচ্ছেদ করলো সিসিক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

নগরীর উপশহরে ‘অবৈধ’ মাছ বাজার উচ্ছেদ করলো সিসিক

Manual1 Ad Code

সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজাল উপশহর এলাকা নিয়ে গঠিত সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড। দীর্ঘ দিন থেকে এই এলাকার মেইন রোডের পাশে গড়ে উঠেছিল অবৈধ মাছ বাজার। এই মাছ বাজারের কারণে প্রতিদিন এই এলাকায় জানজট সহ নানা ভোগান্তিতে ছিলেন এই এলাকার বাসিন্দারা।

Manual8 Ad Code

সোমবার (১৭ জুন) বিকেলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আকস্মিক এক অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে কথিত এই মাছ বাজার। ফলে শাহজালাল উপশহর এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। এলাকার ভুক্তভোগী বাসিন্দারা মেয়রের এমন অভিযানে সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবী চিরতরে বন্ধ করা হোক এখানের কথিত মাছ বাজার। মাছ বাজার গুড়িয়ে দেয়ার পাশাপাশি এলাকার খাল খননেরও কাজ শুরু করেন মেয়র।

এর আগে উপশহর এ, বি ব্লক সহ সব ক’টি এলাকার রাস্তার দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি শাহজালাল উপশহর এলাকায় বাসা-বাড়ি ভবনে অবৈধ পানির লাইন সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়। অপর এক অভিযানে এই এলাকার রাস্তার দু’পাশের অবৈধ বিল বোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual2 Ad Code

অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী স্থানিয় এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, অভিজাত এলাকা শাহজালাল উপশহর দিয়ে আবাসিক জনসাধারণের বাইরেও প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষ বিভিন্ন অফিসে ও ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এই মাছ বাজারের কারণে এ এলাকা দিয়ে যাতায়াতকারী বাসিন্দাদের পড়তে হয় নানা দুর্ভোগে।

এখন থেকে এখানে আর কোন বাজার বসবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এসব অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত তারা সিলেট বিদ্বেষী। সিলেট একটি ক্লিন সিটি হোক তা তারা চায় না।’

Manual3 Ad Code

অভিযানে সিসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপূল কুমার, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, শামসুল হক পাঠোয়ারী, ইসমাইলুর রহমান, উপ সহকারী প্রকৌশলী এনামূল হক তরফদার, সুনীল মজুমদার, উপ সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমদ (তানিম) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..