ওসমানীতে পরিচালক প্রশাসন ও বিএন‘র উদ্ধোগে কর্মকর্তাদের সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

ওসমানীতে পরিচালক প্রশাসন ও বিএন‘র উদ্ধোগে কর্মকর্তাদের সংবর্ধনা সম্পন্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য যোগদানকারী, পদোন্নতিপ্রাপ্ত এবং বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে মেডিকেলের পরিচালক প্রশাসন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

রবিবার (১৬ জুন) সকালে হাসপাতালের নতুন ভবনের সেমিনার কক্ষে এই বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুছুর রহমান।

অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ওসমানী হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. দেবপদ রায়, হাসপাতালের নতুন ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা. আফসার উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, ওসমানী হাসপাতাল থেকে বদলি হওয়া সাবেক সহকারী পরিচালক (অর্থ) ডা. মো. আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, সাবেক সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, সহকারী পরিচালক (নার্সিং) ইলা রানী দেব, নার্সিং কলেজের ইন্সট্রাক্টর কল্পনা রানী দেব, নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইলা সিনহা, শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট সাইদা ইয়াসমিন, মৌলভীবাজার হাসপাতালে বদলিকৃত ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট লক্ষ্মী রানী দাস, সুনামগঞ্জ সদর হাসপাতালে যোগদানকারী ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট অঞ্জলী রানী দেব, জেলা পাবলিক হেলথ নার্স পদে পদোন্নতিপ্রাপ্ত কনিকা রানী দাস, ওসমানী থেকে বদলি হওয়া নার্সিং সুপারভাইজার পরিমল বনিক, সিনিয়র স্টাফ নার্স কুমুস কুমারী হালদার ও নার্সিং সুপারভাইজার কুমারী রুবী রানী সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীম নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহধর্মিনী ডা. নাহিদ সুলতানা, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের কো-অর্ডিনেটর ডা. শ্যামল চন্দ্র বর্মন, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, আবাসিক সার্জন (সার্জারি) ডা. অরুন কুমার বৈষ্ণব, আবাসিক সার্জন (চক্ষু) ডা. মো. শাহরিয়ার খলিল চৌধুরী, আবাসিক সার্জন (অর্থো) ডা. বিপুল চন্দ্র ঘোষ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহ সভাপতি নজরুল ইসলাম বাবুল, মো. সিরাজুল ইসলাম, খাদিজা বেগম, জুবেদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসূফ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র পাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মহেশ বিশ^াস, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সহ কোষাধ্যক্ষ রেবা রানী পাল, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তফাদার, সহ দপ্তর সম্পাদক সাহেনা আক্তার রেখা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মো. সামছুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন্নাহার তালুকদার, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ্র দাস, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক সুরাইয়া পারভীন, সহ বিজ্ঞান ও গবেষণা সম্পাদক একরামুল হক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. আবদুল খালিক, সহ সমাজকল্যান বিষয়ক সম্পাদক সবিতা রানী দে, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রত্মা রানী দাস, ছাত্র বিষয়ক সম্পাদক তারিক হাসান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. কিবরিয়া খোকন, কার্যনির্বাহী সদস্য মোমেনা বেগম, শ্যামলী বালা, কুমারী রুবি রানী সাহা, আনোয়ারা বেগম, নাসিমা আক্তার, কাকলী রানী পাল, আবদুল্লাহ আল মামুন, রেখা রানী, কল্যানী দত্ত, সাদিয়া সুলতানা, পারভীন সুলতানা চৌধুরী, মোছা. তায়্যিবুনা আক্তার, শাহানারা খানম, সুমন চন্দ দেব, মো. লোকমান হোসেন খান, আওলাদ হোসেন মাছুম, সাব্বির আহমদ তফাদার, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক উৎপল দেব, সিলেট নার্সিং কলেজের সভপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিথী শিকদার, কোষাধ্যক্ষ তানজিনা তিথী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী মো. রুহুল আমিন, ৩য় শ্রেণী সরকারী কল্যান সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবুল খয়ের চৌধুরী, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী কল্যান সমিতির সভাপতি আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিমন, ক্রীড়া সম্পাদক সজিব আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নার্সিং অফিসার আবদুল জলিল ও গীতা পাঠ করেন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহ সভাপতি ভ্রান্তি বালা দেবী।

অনুষ্ঠানে বিদায়ী ও সংবর্ধিত অতিথিদেরকে হাসপাতালের পরিচালক প্রশাসন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..