সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে জেলা শহরের দাতিয়ারা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
তারা হলেন, সদর উপজেলার দাতিয়ারা এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৬), শামসুজ্জামানের ছেলে বাপ্পী (২৪) ও দক্ষিণ মোড়াইল এলাকার জাহের মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৮)।
জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার বুধল গ্রামের এক কিশোরী তার স্কুলের এক বন্ধুকে নিয়ে জেলা শহরের ফারুকী পার্কে বেড়াতে আসে। পার্কে দুই বন্ধু আড্ডা দেয়ার সময় বাবুল নামে একজন তাদের কাছে আসেন। বাবুল বিভিন্ন কথায় তাদের সঙ্গে ভাব জমিয়ে বসেন। ওই কিশোরী ও তার বন্ধুকে বাবুল পার্কের পাশেই দাতিয়ারায় তার বাড়িতে বেড়াতে যাবার প্রস্তাব করে। এক পর্যায়ে সরল বিশ্বাসে তারা রাজি হয়ে বাবুলের বাড়িতে যায়।
কিন্তু বাড়িতে গেলে একটি কক্ষে তাদের বসিয়ে বাবুল গেটে তালা লাগিয়ে দেয়। এরপর ফোন করে আরো তিন বন্ধুকে ডেকে আনে। এরপর ভয় দেখিয়ে ওই কিশোরীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
এরপর তারা এই যুগলের কাছে ১ লাখ টাকা দাবি করে। না দিলে এই ভিডিও প্রকাশ করার হুমকি দেয়। এক পর্যায়ে ওই কিশোরীর সঙ্গী তার এক নিকটাত্মীয়কে টাকা নিয়ে আসতে বলেন। বিষয়টি আঁচ করতে পেরে কিশোরীর আত্মীয়রা বিষয়টি পুলিশকে জানান।
পরে পুলিশ দাতিয়ারার ওই বাড়িতে অভিযান চালিয়ে যুগলকে উদ্ধার এবং তিন যুবককে আটক করে। তবে, এ ঘটনার মূলহোতা বাবুল মিয়া পালিয়ে গেছে। পুলিশ জানায়, ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বাবুল মিয়াকে আটকের চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd