সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:36 PM, June 15, 2019
Sharing is caring!
প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ এর উদ্যোগে সিলেটে ঈদ পূর্ণমিলনী, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১৫ জুন) সাড়ে ৩টায় শুরু হয়ে রাত ৯টায় পর্যন্ত নগরীর ফুড প্যালেস রেস্টুরেন্টে সম্পন্ন হয়। প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ এর সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সংবর্ধিত অতিথি লিবার্টি পাওয়ার ইউএস এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেনারেল সেক্রেটারি ও জকিগঞ্জ সোসাইটি ইউএস এর সভাপতি কায়সার উজ্জামান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন। বিশেষ অতিথি, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, মহানগর যুবলীগ নেতা সিলেট প্রতিদিনের সম্পাদক সাজু লস্কর, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এস আর শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ন-আহবায়ক মো: মজম্মিল আলী। আরো বক্তব্য রাখেন, প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক তাহমীদ ইশাদ রিপন, মহিলা সম্পাদিকা সংগীত শিল্পী মাহমুদা আক্তার, সহ-মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমা বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: মঈন-উল ইসলাম শাফিন, সংগঠনের বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল আজিজ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম, জুঁড়ী উপজেলা শাখার সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন ও সাংবাদিক এম এ রউফ। বক্তারা বলেন, প্রবাসী বাঙ্গালিরা দেশের রেমিটেন্স যোদ্ধা। দেশের উন্নয়নে তারাও অংশীদার। প্রবাসীরা দেশে আসলে এয়ারপোর্টে লাগেজ টানার সেই দুর্নাম আগের চেয়ে অনেকাংশে কমে গেছে। প্রবাসীদের সম্পত্তি রক্ষার ব্যাপারে সরকার যতেষ্ঠ নজরদারী রাখছেন উল্লেখ করে তারা আরো বলেন, দেশের বৃহৎ আইটি পার্ক সিলেটে সম্পন্ন হলে প্রবাসীদের বিনিয়োগ করার সুযোগ বাড়বে। প্রবাসীদের জন্য লোনের ব্যবস্থা করেছে সরকার। ঘাম ঝরানো রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জাবেদ এমরান, সংগঠনের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া, জুঁড়ী উপজেলার শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদিকুর রহমান সাহেদ, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহরিয়ার চৌধুরী সাব্বির, বন পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দারা খাঁন প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায় অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা সভা সম্পন্ন হয়। শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ’র সদস্য মো: মারজানুল ইসলাম।
………………………..
Design and developed by best-bd