সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান মিজান। গত মঙ্গলবার (১১ মে) তিনি ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গোলাপগঞ্জ মডেল থানায় টানা ৫ বছর ওসির দায়িত্বে থাকা একেএম ফজলুল হক শিবলীকে গত ১৮ এপ্রিল ঢাকায় বদলী করা হয়। বদলীর প্রায় দুইমাস পর অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মিজানুর রহমান।
মিজানুর রহমান এর পূর্বে ঢাকা লালবাগ থানায় তদন্ত অফিসারের দায়িত্বে ছিলেন। এর প্রায় ২ বছর পূর্বে তিনি গোলাপগঞ্জ থানায় উপ-পরিদর্শক এবং গোলাপগঞ্জ কুশিয়ারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
মিজানুর রহমান বলেন, গোলাপগঞ্জ মডেল থানায় অনেক দিন ছিলাম। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি মাদকমুক্ত রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd