সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯
রাজশাহীর বাঘায় ভুট্টাক্ষেত থেকে মুখে পোড়া মবিল মাখানো উদ্ধারকৃত গোলাপির লাশ দাফনের একদিন পর তিনি জীবিত ফেরত এসেছেন। তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন।
বুধবার সকাল ১০টার দিকে আড়ানী রেল স্টেশন থেকে জীবিত উন্ধার করে প্রথমে আড়ানী ইউনিয়ন পরিষদে আনা হয়। পরে চেয়ারম্যান থানায় প্রেরণ করেন। তবে চারঘাট উপজেলার চারাবটতলা এলাকার সুরজ মিয়া নামের এক যুবক ছবি দেখে দাবি করছেন দাফন করা লাশ তার স্ত্রী দোলেনা বেগমের।
জানা যায়, ১০ জুন সন্ধ্যায় বাঘা থানার পুলিশ চকবাউসা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে মুখে পোড়া মবিল মাখানো অজ্ঞাত (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরের দিন ১১ জুন ওই লাশের পরিচয় মেলে। সে উপজেলার আড়ানী পৌরসভার পাঁচপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী মনির হোসেনের স্ত্রী গোলাপি বেগম।
বুধবার সকাল ১০টায় আড়ানী রেল স্টেশন থেকে গোলাপি বেগমকে জীবিত উদ্ধার করে আড়ানী ইউনিয়ন পরিষদে আনা হয়। সেখানে গোলাপি বেগমের মামা শাকিব হোসেন, শাশুড়ি মরিয়ম বেগম, ভাসুর মাজদার রহমান, জা সাজেদা বেগম এর উপস্থিতিতে চেয়ারম্যানের কার্যালয়ে আসল গোলাপি বেগমকে সনাক্ত করা হয়। তার কাছে থেকে জাতীয় পরিচয় পত্রের সাথে নামের মিল রয়েছে। পরে চেয়ারম্যান গোলাপি বেগমসহ উভয় পরিবারকে থানায় পাঠিয়ে দেন।
এ বিষয়ে গোলাপি বেগম বলেন, ঈদের আগে শনিবার (২৭ মে) রুস্তমপুর হাটে ৪২ হাজার টাকায় একটি গরু বিক্রি করি। এ টাকা নেয়ার জন্য শ্বশুর বাড়ির লোকজন চাপ দিতে থাকে। আমি নিরুপায় হয়ে পরের দিন বিদ্যুৎ বিল দেয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে যাই। আমি ৯ বছরের সন্তান মারুফ হোসেন ও পেটের ৫ মাসের সন্তানের কথা ভেবে বুধবার সকালে রাজশাহী থেকে থেকে মহানন্দা ট্রেনে আড়ানী স্টেশনে আসি। এ সময় স্থানীয় কিছু মানুষ আমাকে চিনতে পেরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সেখান থেকে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এখন এলাকাবাসীর প্রশ্ন দাফন করা ওই অজ্ঞাত নারীর লাশটি কার? এরইমধ্যে দুপুর দেড়টার দিকে চারঘাট উপজেলার চারাবটতলা এলাকার সুরজ মিয়া নামের এক যুবক ছবি দেখে দাবি করছেন এ লাশ তার স্ত্রী দোলেনা বেগমের (৩৮)।
লাশের দাবিদার দোলেনা বেগমের স্বামী সুরুজ মিয়া বলেন, ৯ জুন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে বিভিন্নস্থানে খোঁজ খবর করে পায়নি। এক মাধ্যমে জানতে পারি বাঘা থানায় একটি লাশ পাওয়া গেছে এবং দাফন সম্পূর্ণ হয়েছে। পরে পুলিশের কাছে ছবি দেখে চিনতে পারি এবং এ লাশ আমার স্ত্রী দোলেনার।
গোলাপি বেগমের ভাসুর মাজদার রহমান বলেন, গোলাপি বেগম বাড়ি থেকে বের হওয়ার পর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাদি হয়ে ১ জুন বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। তার মুখে মবেল মাখানোর কারনে সঠিকভাবে লাশ চিনতে পারেনি।
গোলাপি বেগমের শ্বশুর বিচ্ছাদ আলী বলেন, আমার ছেলে বাকপ্রতিবন্ধী হওয়ায় গোলাপি নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। আমরা প্রতিবাদ করলে আমাদের বিভিন্ন কথা শুনান দেয়। ফলে আমরা দেখেও না দেখার ভান করে চলি। এরমধ্যে আমার ছেলে ও নাতীকে রেখে চলে গিয়েছিল। ১২ দিন পর তাকে জীবিত পাওয়া গেছে। তবে চকবাউসা গ্রামের লালু প্রামানিকের ভূট্টা ক্ষেতে যে লাশ পাওয়া যায়, সেটা অন্য কারো।
লাশের দাবিদার সুরুজ মিয়ার শ্বশুর এসাহাক বলেন, বিয়ের পর থেকে জামাই-মেয়ে আমার বাড়িতে আছে। তাদের মধ্যে কোন অমিল চোখে পড়েনি। তবে সংসার করতে গেলে মাঝেমধ্যে দু-একটি কথা হয়। ৯ জুন থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। পরে জানতে পারি বাঘা এলাকায় একটি লাশ পাওয়া গেছে। পরে পুলিশের সাথে যোগাযোগ করে ছবি দেখে চিনতে পারি এ লাশ আমার মেয়ে দোলেনা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, উদ্ধারকৃত লাশটি ভুলভাবে তার আত্মীয়রা সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে তাদের পারিবারিক গোরস্থানে মঙ্গলবার সন্ধ্যায় দাফন করা হয়। এ বিষয়ে গোলাপির মামা শাকিব হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করে। তবে উদ্ধারকৃত লাশের মুখ পোড়া মবেল দেয়া ছিল। এছাড়া লাশের পাশে থেকে একটি কালো বোরকা, এক জোড়া সেন্ডেল, একটি গুলের কোটা পাওয়া যায়। লাশের গলা ওড়না দিয়ে পেঁচানো ছিল। এখন গোলাপি বেগম থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। তবে দুপুরে চারঘাট উপজেলার চারাবটতলা এলাকার সুরজ মিয়া নামের এক যুবক ছবি দেখে দাবি করছেন এ লাশ তার স্ত্রী দোলেনা বেগমের।
ওসি মহসীন আলী বলেন, ধারণা করা হচ্ছে অন্য জায়গায় তাকে হত্যা করে চকবাউসা গ্রামের লালু প্রামাণিকের ভুট্টা ক্ষেতে লাশ ফেলে রাখা হয়। তবে এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে আইনী ব্যবস্থা নিব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd