জৈন্তাপুরে ৫৫ বোতল ভারতীয় মদ সহ আটক ১

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

জৈন্তাপুরে ৫৫ বোতল ভারতীয় মদ সহ আটক ১
জৈন্তাপুরে ৫৫ বোতল ভারতীয় মদ সহ পুলিশের অভিযানে আটক ১ মাদক ব্যবসায়ী, মাদক আইনে থানায় মামলা দায়ের৷ ১১জুন মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার এ এস আই তাজুল ইসলামের নেতৃত্বে এ এস আই হরিধন, এ এস আই রুবেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর গ্রামের নিখিল দাশের ছেলে ঝুনু কান্তি দাশ (২২) কে আটক করে৷
এ সময় তার বসতঘর এবং বসত ঘরের পাশ্ব হতে ৪৫ বোতল ওসি ব্লু এবং ১০ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ আরও জানায় সে দীর্ঘ দিন হতে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মদ ও মাদকজাত দ্রব্যাদির বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসে৷ একাধিক বার পুলিশ হানা দিলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সে পালিয়ে যায়৷ গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে ভারতীয় মদের একটি চালান ঝুনু দাশ বাংলাদেশে নিয়ে আসেচে ৷ র্সস মাধ্যমে পুলিশ তার র্গতিবিধির উপর নজর রাখে৷ রাত ৮টায় চালান নিয়ে আসলে পুলিশ অভিযান পরিচালনা করে হাতে নাতে ৫৫বোতল ভারতীয় মদ সহ তাকে  আটক করে থানায় নিয়ে আসে৷ তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আদলতে প্রেরন করা হয়৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন- উপজেলায় মাদক নিমূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসচে৷ তারই ধারাবাহিকতায় মাদক সহ থাকে আটক করতে সক্ষম হই ৷ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন  করা হয়েছে৷ পুলিশের অভিযান অব্যহত রয়েছে, তিনি আরও বলেন জৈন্তাপুরকে মাদক মুক্ত করতে সচেতন মহলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান করেন৷

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..