সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করা এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে শহরতলীর খাদিমনগর থেকে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যাক্তির নাম মো. জুয়েল আহমদ (৩২)। সে স্থানীয় দাসপাড়া গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।
সোমবার (১০ জুন) রাত পৌনে ১১ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- আটক ব্যাক্তি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যাক্তিবর্গসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। আটকের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd