সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ খোজারখলা দুলালের কলোনীর সিরাজুল ইসলাম সেলিম এর ভাড়াঘরের সামনে থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই নারী মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটক নারী মাদক ব্যবসায়ির নাম সেলিনা আক্তার (১৯)। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সাধুরবাজার গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
কলোনীর ভাড়াটিয়া বাসিন্দারে তথ্যানুযায়ী সারাদিনব্যাপী এবং রাতের মধ্যভাগ পর্যন্ত বিভিন্ন বয়সের লোকজন উক্ত কলোনীর ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘরে আসা-যাওয়া করে এবং উক্ত ঘরে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে থাকে। এসআই/ মো.মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ০৯, তারিখ-১১/০৬/২০১৯খ্রিঃ ধারা- ২০১৮খ্রিঃ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd