সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান এলাকার মোহাম্মদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেহার বেগম (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল নয়টার দিকে স্থানীয় বিল্লাল হোসেনের বাড়ির সামনে সবজীর দোকানের ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নেহার গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের চিকনাগুলের বিল্লাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামার দোকান এলাকার বিল্লাল হোসেনের বাড়ির সামনে ভাড়াটিয়া সবজী দোকানদার মুজিবুরের দোকানের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার খোলা ছিলো। বৈদ্যুতিক তারের সাথে হোল্ডার লাগানো না থাকার কারনে ঝুলন্ত তারের সাথে অসাবধানতাবশত শিশু নেহার হাত ওপরের দিকে ওঠালে তারের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। সেখানে পুলিশও পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd