সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে ২৪ জন ও অতিরিক্ত উপ-কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে ১৫ জনসহ মোট ৩৯ জনের পুলিশের বিশেষ ইউনিট সিআরটি সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছেন।
রোববার বিকেলে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে এ তথ্য জানা গেছে। এদিন বিমানবন্দরের প্রধান প্রবেশ পথ, ভিআইপি প্রবেশ পথ, পার্কিংয়ের স্থান ও আশপাশের এলাকায় বিশেষ দায়িত্ব পালন করতে দেখা গেছে আর্মড পুলিশ সদস্যদের। এ সময় সেখানে দায়িত্ব পালনকারী পুলিশ পরিদর্শক সঞ্জিত দাস ও সহকারী পরিদর্শক দেবাশীষ দেব জানান, বিশেষ কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd