সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯
যুবলীগ নেতা ডা. কলিন্স সিংহের পিতা বিশিষ্ট বীমাবিদ ও ঐতিহ্যবাহী ভৈরবী সংঘের প্রাক্তন সভাপতি স্বগীয় এল. নর্মদা সিংহের ৪র্থ প্রয়াণ দিবস উপলক্ষ্যে ভৈরবী সংঘের উদ্যোগে শুক্রবার (৩১ মে) সুবিদবাজারস্থ নুরানী ১১/১৫ বাসভবনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ভৈরবী সংঘের সভাপতি বিজন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মন্টু ঘোষের পরিচালনায় স্মরণসভায় এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক এল নন্দলাল সিংহ বলেন, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। তাই তিনি মহৎ কর্মের কারণে আজও বেঁচে আছেন এই ঐতিহ্যবাহী ভৈরবী সংঘের সকল সদস্যবৃন্দের হৃদয়কোঠার মাঝে।
সভায় উপস্থিত ছিলেন এলএম এডুকেশনাল ট্রাস্টের আইনী এডভাইজার বিশিষ্ট আইনবিদ এপিপি সৈয়দ জিয়াউল ইসলাম, জগন্নাথ জিউ আখড়ার উপদেষ্টা নিধেন সিংহ, কীর্তনীয়া ধীরেন দেবনাথ, সংঘের সহ সম্পাদক হিমাংশু দেনবাথ, বিশিষ্ট ব্যবসায়ী ইমন দাস, আর এমও বিশ্বজিৎ গোস্বামী, ডা. পূর্নেন্দু রায়, সিটি কর্পোরেশনের সহ এসেসর জ্ঞানাঞ্জন সিংহ, যুবলীগ নেতা ডা. কলিন্স সিংহ, কমল হালদার প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd