পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতির আনুষ্ঠানিক ঘোষণা এবং ইফতার সম্পন্ন

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯

পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতির আনুষ্ঠানিক ঘোষণা এবং ইফতার সম্পন্ন
আনন্দমূখর পরিবেশে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্দ্যগে আয়োজিত এক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সেই সাথে উক্ত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। ১লা জুন শনিবার সিলেট নগরীর মিরবক্সঠুলা সিলেট ইন রেস্টুরেন্টে সিলেটের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠানে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন পরিবার পরিকল্পনা সিলেটের যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন । এসময় পরিবার পরিকল্পনার গোয়াইনঘাট উপজেলা কর্মকর্তা ডাক্তার সাদিক মিয়ার সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা সাহিত্য সংস্কৃতির প্রতিষ্ঠাতা শিবেন দাসের পরিচালনায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের প্রথম অনলাইন টেলিভিশন সিল টিভির সম্পাদক মো. আল-আজাদ,ডাক্তার উমরগুল আজাদ ( সেতু), আবুল মনসুর আসজাদ, জাহাঙ্গীর আলম,ওয়াহীদ,ফিরোজ মিয়া,নুর আহমদ, শাহাজাহান সিদ্দিক,রিশু চৌধুরী,সুলেমান আহমদ, ভার্ড’র উপজেলা ম্যানেজার রঞ্জন চন্দ্র দাস,সুরঞ্জিত, রিপ্ল,সোহেল আহমদ, নিরঞ্জন,মুস্তাফিজুর রহমান,ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্টাতা শিবেন চন্দ্র দাসকে সভাপতি ও ডাক্তার সাদিক মিয়াকে সাধারণ সম্পাদক ও রিশু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন এবং পূর্নাঙ্গ কমিটি গঠন করার দ্বায়িত্ব প্রদান করেন। ইফতার পূর্ববর্তী এক আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দরা সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..