সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মো. আমীর আলির উপর খাদিমপাড়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ভূমিখেকো গং কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার রাত ১০টায় স্থানীয় মেজরটিলা বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, সাবেক ছাত্রনেতা কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ধর্ম সম্পাদক মিজানুর রহমান মজনু, খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর রহমান, নজরুল ইসলাম,তয়েস আহমেদ, লোকমান আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কান্তি কর, সাবেক সদস্য জ্যোতিষ্ময় দাস সৌরভ, জেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, শামীম আলি, সুব্রত চন্দ্র চন্দ, আরাফাত আহমেদ, রনি তালুকদার, রুহেল আহমেদ, হাবীবুর রহমান পংকি, আনসার আহমেদ, সুমন বাপ্পি, অর্জুন লস্কর, এনাম আহমেদ, এস আই রাজু, রবিউল হাসান, শাহজাহান আহমেদ, জুবের আহমেদ, জুনেদ আহমেদ, শামীম আহমেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, রাওয়ান, সাজন, ইমন, কামরান, ছোটন প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আমীর আলী নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভূমিখেকো, মাদকসেবী ইয়াবা জসীম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে আমির আলীসহ সাংবাদিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
আগামী ৪৮ ঘন্টার ভিতরে এই মামলা প্রত্যাহার করা না হলে এবং মাদক ব্যবসায়ী ইয়াবা জসীমকে গ্রেফতার করা না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd