জানাগেছে, ২৫ মে শনিবার তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামের শিশু পাপ্পু মিয়াকে আকিজ বিড়ির বাইসাইকেল চালক জালাল মিয়া মারপিট করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী আলাই মিয়া, পথচারী মন্টর মিয়া, লাকি মিয়া, হাবিব মিয়া, রিপন মিয়া ও জালাল মিয়া সহ ৬ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহত ব্যবসায়ী আলাই মিয়া অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের হামলায় আমার দোকানপাট ভাংচুরের ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।