শ্রীমঙ্গলে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকের চাপায় আলমগীর (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলমগীর হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে সিন্দুরখাঁন ইউনিয়নের সিক্কা গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুস ছালেক বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..