যুবককে অপহরণ করে বিশেষ অঙ্গ কেটে নিয়েছে একদল হিজড়া। এ অভিযোগে ইতিমধ্যে তিন হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের শাহজাহানপুর এলাকায় একদল হিজরা ওই যুবককে অপহরণ করে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তার বিশেষ অঙ্গ কেটে নেয়। পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে।
ভারতীয় সংবাদমাধ্যম মিরর নিউজ বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে খবরে ওই যুবকের পরিচয় বা নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নির্মম ওই ঘটনার শিকার যুবকের বয়স ২২ বছর। তিনি পেশায় একজন ব্যান্ডবাদক। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।