দক্ষ ডাক্তার-নার্সের অভাব রয়েছে: ওসমানী হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

দক্ষ ডাক্তার-নার্সের অভাব রয়েছে: ওসমানী হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, দেশে মানসম্পন্ন ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। দক্ষ মেডিকেল টেকনোলজিস্টেরও অভাব রয়েছে। এদেশে টেকনিক্যাল কাজের জন্য লোক পাওয়া যায় না।

শনিবার দুপুর ১২টায় সিলেটে আনসার ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের স্বাস্থ্যসেবার সমস্যা দীর্ঘদিনের। মন্ত্রী হওয়ার আগে থেকেই এ নিয়ে কাজ করেছি। এজন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এত কাজ হচ্ছে। এ হাসপাতাল ৫০০ বেড থেকে ৯০০ বেডে উন্নীত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ওসমানী হাসপাতালে ২ হাজার ৪০০ রোগী সেবা নেন। পাশাপাশি আউটডোরেও প্রতিদিন ৪ হাজারের মতো রোগী সেবা নিচ্ছেন।’

আব্দুল মোমেন বলেন, ‘এই সেবা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ডাক্তার যেমন নেই, নেই যন্ত্রপাতিও।’

তিনি বলেন, ‘শুধু ওসমানী হাসপাতালের ওপর জোর দিলে নানা সমস্যা হয়। এজন্য সিলেটে ২৫০ শয্যার সদর হাসপাতালের কাজ চলছে। তবে একটি মহল এটা দীর্ঘায়িত করতে চাচ্ছে।’

এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই ও সিটিস্ক্যান উইংয়ের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় সিলেটের বিভাগীয় কমিশনার মেসবাউর রহমান, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছ রহমানসহ প্রশাসন ও হাসপাতালের উর্ধতন কর্মকর্তা ও চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..