সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯
বাসায় পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায়ন গরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সম্মুখে অবস্থান নেন কয়েকজন নারী। এ সময় তাদের হাতে ছিল ডেক-ডেকচি ও কলসি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের ১০-১২ জন বাসিন্দা এ অবস্থান নেন। এসময় তারা প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।
এক মাসেরও বেশী সময় ধরে পর্যাপ্ত পানি না পাওয়ার অভিযোগ করেন অবস্থানকারীরা। তারা জানায়, গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের মিতালী ৮৩,৮৪,৮৫,৮৬, ৮৯ ও ৯৮ নম্বর বাসাসহ বেশ কয়েকটি বাসায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও বিষয়টির কোন সুরাহা হচ্ছে না।
বিক্ষোভে অংশ নেয়া মিতালী ৮৪ নম্বর বাসার বাসিন্দা হাসিনা শাহীন জানান, গত এক মাস ধরে তার বাসায় পানি পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জল জানান, এ এলাকার পানির লাইনসহ আরো কিছু উন্নয়ন কাজ চলছে। যে কারণে পানি পেতে ওই এলাকার বাসিন্দাদের কিছু সমস্যা পোহাতে হয়েছে।
এদিকে, পানি না থাকার অভিযোগ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিসিকের পানি শাখার কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সেখানে বেশ কিছু অবৈধ সংযোগের সন্ধান পান তিনি।
সাংবাদিকদের মেয়র জানান, মিতালী ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৯, ৯৮ নং বাসাসহ কয়েকটি বাসায় সিটি কর্পোরেশনের বৈধ একটি লাইন থাকলেও সংযোগ দেয়া হয়েছে অবৈধ লাইন। অবৈধ লাইনে পানির মটর লাগিয়ে দু’তলা ও তিনতলার ভাড়াটেদের পানি সরবরাহ করা হচ্ছে। ফলে, সিটি কর্পোরেশন যেমন পানির বিল থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি গ্রাহকরাও দুর্ভোগ পোহাচ্ছেন। আইন আমান্য করে যারাই এ ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। তিনি পবিত্র রমজান মাসে অবৈধ মটর লাগিয়ে অন্যকে পানি প্রাপ্তি থেকে বঞ্চিত না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd