হবিগঞ্জ আধুনিক হাসপাতালে দালাল গা-ডাকা দিলেও তৎপর রয়েছে তাদের গডফাদার

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

হবিগঞ্জ আধুনিক হাসপাতালে দালাল গা-ডাকা দিলেও তৎপর রয়েছে তাদের গডফাদার

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মহিলাসহ ২ দালালের কারাদন্ডের পর কিছু দালাল গা-ডাকা দিলেও তৎপর রয়েছে তাদের গডফাদার দালাল সেলিম। অভিযোগ রয়েছে, সদর হাসপাতালের কতিপয় ২ ব্যক্তি নিজস্ব স্বার্থে দালালদের লালন-পালন করছেন এবং তাদের রমরমা বানিজ্য ঠিকিয়ে রাখার জন্য নাম মাত্র ভ্রাম্যমান আদালতকে তথ্য দিলেও আড়াল থেকে পোষে রাখছেন। আর এই কারনেই দালাল সেলিম বীরদর্পে হাসপাতালে তার সাধারণ রোগীদের প্রতরনার ব্যবসা চালিয়ে যাচ্ছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল বৃহস্পতিবার আবারো আলোচনায় বসেন হাসপাতাল ও সদর থানা পুলিশ কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, তত্তাবধায়ক রতিন্দ্র চন্দ্র দেব, আরএমও দেবাষীশ দাস, গৌতম কুমার মিস্ত্রি, দালাল নিমূল কমিটির আহবায়ক হায়দার আলী, এসআই সাহিদ মিয়া, খোয়াই স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সমাচারের স্টাফ রিপোর্টার তারেক হাবিবসহ আরো লোকজন। পরে হাসপাতালে সাড়াশি অভিযান চালালেও কোন দালাল আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, হাসপাতালে পুলিশ ও ভ্রাম্যমান আদালত প্রবেশের আগেই খবয় পেয়ে দালালরা সটকে পড়ে। ফলে তাদের হাতে-নাতে আটক করা সম্ভব করা হয়নি। তবে দালালদের গডফাদার সেলিমকে খুব দ্রুত যেকোন স্থান থেকেই আটক করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..