জৈন্তাপুরে বিয়ের ৬মাসের মধ্যে গাছের ডালে যুবকের লাশ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

জৈন্তাপুরে বিয়ের ৬মাসের মধ্যে গাছের ডালে যুবকের লাশ

সিলেটের জৈন্তাপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেলিম আহমদ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। সেলিমের পরিবারের দাবি পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

সেলিম আহমদ জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়খেল দক্ষিণ গ্রামের মো. ইলিয়াছ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারির পর বাড়ি থেকে বের হয় সেলিম। এরপর সে আর বাড়িতে ফিরেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির একটি গাছের ডালের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। সেলিম আহমদ ৬ মাস আগে বিয়ে করেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সেলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার চাচা মো. রইছ আলী বলেন, পূর্ব শত্রুতার জেরে সেলিমকে খুন করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জৈন্তাপুর থানার ওসি খান মো. মইনুল জাকির বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..