ছাতকে দু’গ্রুপে বন্দুক যুদ্ধের ঘটনায় পুলিশ এসল্ট ও হত্যা মামলা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

ছাতকে দু’গ্রুপে বন্দুক যুদ্ধের ঘটনায় পুলিশ এসল্ট ও হত্যা মামলা

সুনামগঞ্জের ছাতকে নৌ-পথে চাঁদাবাজীর ঘটনায় আওয়ামীলীগের দু’গ্রুপের বন্দুক যুদ্ধের ঘটনায় থানায় পুলিশ এসল্ট ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

উভয় মামলায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়। পুলিশ এসল্ট মামলায় ছাতক পৌরসভার ৯ জন কাউন্সিলর ও মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই জামাল চৌধুরী, কামাল চৌধুরী, শামীম চৌধুরী, শাহীন চৌধুরী, সেলিম চৌধুরীসহ এ পরিবারের অন্তত ১৫-২০ জনকে আসামী করা হয়েছে।

হত্যা মামলায় সিংচাপইড় ইউনিয়নের আলোচিত ও বরখাস্তকৃত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, খোকন মিয়া, লিটন মিয়াসহ ১২ জনকে আসামী করা হয়। বুধবার থানা পুলিশ বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা(নং-১৭) ও নিহত ঠেলা চালক শাহাবুদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হত্যা মামলা( নং-১৯) দায়ের করা হয়। সংঘর্ষে ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ২৮ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রের করেছে।

গত বৃহস্পতিবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে আসামীদের জামিন প্রার্থনা করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। মঙ্গলবার তারাবী নামাজ চলাকালে ছাতক-সিলেট রোডের জালালিয়া আলিম মাদ্রাসার সামনে চাঁদাবাজীকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহাবুদ্দিন নামের এক ঠেলা চালক নিহত এবং থানার ওসি-দারোগাসহ অন্তত ৪০ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওই রাতে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ ২৮ জনকে আটক করে পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশ ২১৭ রাউন্ড টিআরসেল ও গুলি নিক্ষেপ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..