সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৯
আত্মহত্যা নয় স্বামীর প্রচন্ড নির্যাতনে নিহত হয়েছে কানাইঘাটের গৃহবধু জেসমিন বেগম (১৯)। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী নয়াগ্রামের আজির উদ্দিনের পুত্র অটোরিক্সা সিএনজি চালক গাঁজা ব্যবসায়ী ইসলাম উদ্দিন (৩০) নিজ বাড়ীতে কয়েক দফা দ্বিতীয় স্ত্রী রোজা রাখা অবস্থায় জেসমিন বেগমকে প্রচন্ড মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে জেসমিনকে ঘরের তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার নাটক করে স্বামী ইসলাম উদ্দিন।
পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ঐ দিন রাতেই পরিবারের লোকজনদের নিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে যায় ইসলাম উদ্দিন। গত শুক্রবার রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে জেসমিনের লাশ স্বামীর বসত ঘরের একটি কক্ষের খাটের উপর রাখা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরন করে পুলিশ। জেসমিন বেগম আত্মহত্যা করেনি তাকে স্বামী ইসলাম উদ্দিন হত্যা করেছে এ নিয়ে সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।
সিলেটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সোমবার থানা পুলিশ জেসমিন হত্যার রহস্য উদঘাটন করার জন্য তার স্বামী ইসলাম উদ্দিনের এক বোনকে আটক করেছে। থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন আছে। পরবর্তীতে আপনাদের এব্যাপারে জানানো হবে।
ক্রাইম সিলেট/১৪ মে/ এস এইচ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd