সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৯
চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ এর চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছে। পুষ্পিতা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়।
পুষ্পিতা বলেন, সঙ্গীত চর্চা করেছি পড়াশোনাও করেছি। পড়াশোনার পাশপাশি সকল প্রয়োজনীয় কাজই করেছি। আমার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা কেননা তাদের সমর্থন ছাড়া কোনোকিছুই সফলভাবে সদম্ভব নয়।
গানে নিয়মিত সময় দিলেও সঠিকভাবে চালিয়ে গেছেন পড়ালেখা। তার কঠোর অধ্যাবসায়ই ভালো ফলাফলের উৎস। এছাড়া পরিবারের সার্বক্ষণিক সহযোগীতা ও সমর্থন তাকে প্রেরণা যুগিয়েছে। সে সবার কাছে দোয়া চেয়েছে।
পুষ্পিতা’র প্রথম মৌলিক গান ‘লাল সবুজের বাংলাদেশ’। এছাড়াও ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে তার প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘অনুভবে তুমি’। অ্যালবামটির ‘স্বপ্নঘুড়ি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd