সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
কানাইঘাট উপজেলা প্রশাসনের নিকটবর্তী পৌরসভার অন্তর্গত ডালাইচর মৌজার বাজারের পশ্চিম অংশ জুড়ে গড়ে উঠেছে আবাসিক ভবন। এসব ভবনে বসবাস করছে বিভিন্ন চাকুরিজীবি কর্মকর্তা ও শ্রমজীবি বহু মানুষ জলাবদ্ধতার কারণে মারাত্মক দূর্ভোগের মধ্যে দিন যাপন করছেন। এতে কানাইঘাট পৌর কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। গত কয়েকদিনের মূষলধারে বৃষ্টির পানি আটকা পড়ে ডুবে গেছে রাস্তা ঘাট ও ভবনগুলোর আশপাশ। ফলে আবাসিক ভবনের জনসাধারণরা অনেক কষ্টের মধ্যে যাতায়াত করে দৈনন্দিন কাজ কর্মে যেতে হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার কারণে ভবনগুলোর মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আবাসিক ভবনের মালিকরা। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার দাবী জানিয়েছেন পৌরবাসী।
জানা যায়, কানাইঘাট পৌরসভার পানি নিস্কাশনের একমাত্র রাস্তা ছিল কানাইঘাট উপজেলা পোষ্ট অফিসের পাশ দিয়ে মহেসপুর হয়ে পশ্চিমের খাল পর্যন্ত। গত বছর কানাইঘাট পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ করা হয়েছিলো। আর উক্ত ড্রেনই হলো পানি যাওয়ার একমাত্র রাস্তা। কানাইঘাট উত্তর বাজার থেকে উপজেলা রোডের দক্ষিণের খালটি প্রভাবশালী অনেকেই দখল করে বাসা বাড়ী ও দোকান নির্মাণ করেছেন। যার কারণে আশপাশের আবাসিক ভবনের জনসাধারণদের একটি পক্ষের দখলীয় ভাবে উপকার হলেও সর্বসাধারনের মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিভিন্ন আবাসিক ভবন গুলোর ভাড়াটিয়ারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এই পানি নিষ্কাশনের ড্রেনের উপর ফেলার কারণে পঁচা পানি দুর্গন্ধ ময়লা সহ বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে বৃদ্ধি পাচ্ছে মশা মাছির উৎপাত।
সরেজমিনে দেখা গেছে, কানাইঘাট বাজারের পাশে গড়ে উঠেছে আবাসিক ভবন। এখানে বাহিরের জেলা গুলোর লোকজন কানাইঘাট উপজেলার বিভিন্ন দপ্তরে থেকে চাকুরীর সুবাধে আবাসিক ভবনে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসিতেছেন। প্রতি বছরের বর্ষা মৌসুমের পানি কানাইঘাট পৌরসভা কর্তৃক ড্রেন দিয়ে নিষ্কাশনের যাওয়ার একমাত্র পথছিল এটি। উক্ত ড্রেনের আশেপাশে প্রভাবশালীদের জমি থাকার সুবাধে ধীরে ধীরে দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক প্রভাবশালী। এতে ড্রেন দিয়ে পানি নামার একমাত্র পথ বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় চিন্তিত পৌরবাসী। পানি যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে জনসাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ প্রসংঙ্গে আলাপকালে কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, পৌর এরিয়ায় বসবাসকারী জন সাধারণকে জলাবদ্ধতার কবল থেকে মূক্ত করার জন্য একটি বৃহৎ প্রকল্প প্রকৃয়াদিন রয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে পৌরসভার জলাবদ্ধতার সমস্যা দুর হয়ে যাবে। এছাড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য কানাইঘাট বাজার হয়ে পশ্চিমের মহেসপুর পর্যন্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। অনেক সময় ব্যবসায়ীরা ড্রেনে ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে ফেলেন। তাই দ্রæত ড্রেনদিয়ে পানী নিস্কাশন হয় না। তিনি বলেন, সকলের সহযোগীতায় কানাইঘাট বাজার হয়ে একটি ড্রেন দড়পড়ি খাল পর্যন্ত যাবে। আর দড়পড়ি খাল খনন হলেই এ সমস্যার সমাধারণ হয়ে যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd