তাহিরপুরে পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবা আটক

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ৬, ২০১৯

তাহিরপুরে পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবা আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৮শ পিস ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এসময় কাউকে আটক করতে না পারলেও এসআই আমির উদ্দিন বাদী হয়ে এর সাথে জরিত ৩জনকে পলাতক আসামী দেখিয়ে ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ৮শ পিস ইয়াবা টেবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,সোমবার সকালে বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আমির উদ্দিনের নেতেৃত্বে ও এএসআই মনিরুল ইসলামের সহযোগীতায় উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মগবুল হেসেনের ছেলে এলাকার চিহ্নিত ইয়াবা সম্রাট শাহজাহানের বাড়ীতে অভিযান চালিয়ে তার রান্নাঘরের মাচার উপর রাখা আট শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসময় শাহজাহান ও তার সহযোগী লাউড়েরগড় গ্রামের ইয়াবা ব্যাবসায়ী আনোয়ার হোসেন ও গুটিলা গ্রামের চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যাবসায়ী সুজন মিয়া দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..